যশোরঃ

সীমান্তের অবৈধপথে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশী কিশোর-কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে ১ জন কিশোর ও দুই জন কিশোরী রয়েছেন।

ফেরত আসা বাংলাদেশীরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের নিজাম শিকদারের ছেলে তাহিদুল শিকদার (১২), যশোর জেলার শার্শা থানার পন্ডিতপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হালিমা খাতুন (১২) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রাজনগর গ্রামের দেব প্রসাদের মেয়ে নুপুর ডালি (১৪)।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানান, ভারতে পাচার হওয়া কিশোর-কিশোরীরা আটকের পর দীর্ঘ ৮ মাস কোলকাতা ওয়েল বেঙ্গল হোমে আটক ছিল। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় বিএসএফ সন্ধ্যায় তাদেরকে হস্তান্তর করেন। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) জানান, তাদেরকে মানবাধিকার সংস্থা জাস্টিজ এন্ড কেয়ারের যশোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here