ফাইল ফটো

সবুজদেশ ডেস্কঃ

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ হাজার ৭৬০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

এর ফলে ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে।খবর এনডিটিভির।

দেশটিতে এ পর্যন্ত ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। ফলে ভারতে করোনামুক্তির হার বেড়ে ৭৬.২৪ শতাংশে পৌঁছেছে।

ভারতে করোনায় সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭ লাখ ১৮ হাজার ৭১১ জন।

এরপরই আছে যথাক্রমে- তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here