সাতক্ষীরা প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষকে ঘরে ফেরাতে বৃহস্পতিবার সকাল থেকে তৎপর হয়ে উঠেছে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব। মানুষকে ঘরমুখী করতে সারাদেশে ছুটি ঘোষনার পর থেকে মানুষকে সতর্কতা ও বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করেন প্রশাসন। তবে প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে আড্ডা দিচ্ছেন অনেকেই। তবে বৃহস্পতিবার সকাল থেকে তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাতক্ষীরার নিউ মার্কেট, নারকেলতলা মোড়, পুরাতন সাতক্ষীরা, প্রেসক্লাব, বাঁকাল এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা টহল দিচ্ছে। সকলকে ঘরে ফিরে যাওয়ার আহব্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গত এক সপ্তাহ সাধারণ মানুষদের বুঝিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় এখন কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।

জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল বলেন, বিশেষ প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে আসলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখুন…

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here