সাতক্ষীরা প্রতিনিধিঃ

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা যুবকের শরীরের করোনার অস্তিত্ব মেলেনি। বৃহস্পতিবার সকাল ১০টায় আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাসিন্দা (৪০)। এরপর চিকিৎসক মানস কুমার মন্ডল তাকে হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি করেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, ওই রোগীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জানানো হয়, তার শরীরে করোনা নেগেটিভ। বর্তমানে ওই যুবক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

অন্যদিকে, বুধবার সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন জেলার করোনা সন্দেহজনক বা পজেটিভ রোগীর চিকিৎসা করানো হবে মেডিকেল কলেজ হাসপাতালে। সে লক্ষ্যে সকল প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বর্তমান পর্যন্ত জেলার কোথাও অস্বাভাবিক কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here