সবুজদেশ ডেস্কঃ

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার খবরে স্বাভাবিকভাবেই ইউরোপের সব বড় ক্লাবের হুমড়ি খেয়ে পড়ার কথা। কিন্তু মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়কে দলে টানতে যে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি ও বেতন গুনতে হবে, সেই আর্থিক সক্ষমতা খুব বেশি ক্লাবের নেই।

এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে মেসির বার্সেলোনাকে ৮-২ গোলে গুঁড়িয়ে দেয়া জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখেরও সেই সামর্থ্য নেই। মেসিকে দলে টানার দৌড়ে তাই যোগ দিচ্ছে না তারা।

বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে সাফ জানিয়ে দিয়েছেন, একজন খেলোয়াড়ের পেছনে এত টাকা খরচ করতে আমরা পারব না। এটা আমাদের দর্শনের সঙ্গেও যায় না।

তিনি আরও বলেছেন, সত্যি বলতে মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার খবরটা শুনে আমার খারাপই লাগছে। বার্সেলোনার ইতিহাস লিখেছে মেসি। আমার মতে বার্সাতেই ক্যারিয়ার শেষ করা উচিত তার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here