সবুজদেশ ডেস্কঃ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সতীর্থ ছিলেন রোনালদিনহো ও লিওনেল মেসি। ব্রাজিলিয়ান তারকা খুব কাছ থেকেই দেখেছেন বলে জানেন মেসির সামর্থ্য। ব্রাজিলিয়ান সাবেক তারকা ২০২৩ সালে মেসির অবসরের বিপক্ষে কথা বলেছেন।

২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে নামবে। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, তিনি ২০২৬ সালের টুর্নামেন্টে লা আলবিসেলেস্তের হয়ে অংশ নেবেন না।

মেসি সম্ভাব্যভাবে ২০২৪ সালে কোপা আমেরিকাতে খেলবেন আর্জেন্টিনার জার্সিতে। প্যারিসে তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। যদিও পিএসজি মেসির সাথে আরও ১ বছর চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী, তবে মেসির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা থাকায় রোনালদিনহো মনে করছেন, মেসি অনেক বছর খেলা চালিয়ে যেতে পারেন।

রোনালদিনহো বলেন, “এটি মেসির শেষ বিশ্বকাপ। আমি জাতীয় দলে তার প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত ছিলাম। এবং তিনি জয়ের জন্য সম্ভাব্য সবকিছু করতে যাচ্ছেন। আমার মতে, সে ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। কারণ তার এমন সব গুণ আছে যা অন্যদের নেই।”

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here