সবুজদেশ ডেস্কঃ

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে গোল পেলেন লিওনেল মেসি। শনিবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের হয়ে প্রথম গোল করেন তিনি।

এ নিয়ে পাঁচ বিশ্বকাপ খেলা মেসির মোট গোলসংখ্যা হলো ৯টি। তার স্বদেশি কিংবদন্তি প্রয়াত ডিয়াগো ম্যারাডোনার বিশ্বকাপ গোলসংখ্যা ছিল ৮টি।এ গোলের মাধ্যমে ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি।

শনিবার রাতে আহমেদ আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখলেও বলার মতো আক্রমণ করতে পারছিল না আলবিসেলেস্তেরা।  

৩৫ মিনিটে গোলমুখে প্রথম শট নিতে পারে আর্জেন্টিনা। সেটিতেই গোল আদায় করেন মেসি। ওতামেন্দির কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারকে ফাঁকি দেন তিনি।  

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই হাজারি ক্লাবে ঢুকে গেলেন ৩৫ বছর বয়সী তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির এখন পর্যন্ত ১০০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হলো।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here