যশোর প্রতিনিধিঃ

যশোর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে লিপলেট বিতারণ করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় জেলা পুলিশের আয়োজনে শহরের দড়াটানা মোড় হতে মনিহার মোড় পর্যন্ত নোভেল করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকার সম্পর্কে সর্বসাধারণের মাঝে লিপলেট বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল-নাসের, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকতাগণ।

এসময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে। যশোরে এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। নোভেল করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে তিনি ধারণা দেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here