ফাইল ফটো

যশোরঃ

যশোর জেলায় নতুন আরও ১৪জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এতে জেলায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো ১৪৮জন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন ৬৮জন। সরকারি হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে।

যশোরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক রাজু বলেন, শনিবার দুপুর পর্যন্ত জেলায় ১৪৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ১৪জন রোগী আক্রান্ত হয়েছে। এর আগে শুক্রবার নতুন আক্রান্ত রোগী ছিল ১৯জন। প্রতিদিনের হিসেবে আক্রান্ত রোগী কমতে শুরু করেছে। প্রতিরোধে তিনটি মনিটরিং টিম গঠন, একটি নিয়ন্ত্রণ কক্ষ ও মনিটরিং সেল খোলা হয়েছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি বেসরকারি উদ্যোগের কারণে জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বেড়েছে। সেইসঙ্গে স্বাস্থ্য বিভাগও তৎপর রয়েছে।

জাহিদ হাসান/এসএএস

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here