যশোরঃ

যশোরের শার্শা উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সুজন (২৮)।

বিজিবির দাবি, নিহত সুজন মাদক চোরাকারবারি। তিনি বেনাপোল কাগজ পুকুর গ্রামের আবদুল্লাহর ছেলে।

শনিবার ভোরে উপজেলার অগ্রভূলোট সীমান্তে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেনসিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে।

এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্যকরে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে এক বিজিবির হাবিলদার গুরুতর আহত হন।

পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে মাদক ব্যবসায়ী সুজন ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও ৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয় করতে র‌্যাবের একটি বোমা ডিজপোজাল টিম ঘটনাস্থলে কাজ করছে।

নিহত সুজনের মরদেহ যশোর সদর হাসপাতালে রয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here