রংপুর প্রতিনিধিঃ

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নজরুল ইসলাম (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত নজরুল ইসলাম রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা। করোনাভাইরাস ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।

বুধবার রাত নয়টার দিকে ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়।

তিনি জানান, নতুন একজনসহ জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৯২৫ জন সুস্থ হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here