রংপুর প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে চিকিৎসক, নার্স, পুলিশসহ ২৪ জন, কুড়িগ্রামে ৬ জন, গাইবান্ধায় ৫ জন ও লালমনিরহাটে ৩ জন।

আক্রান্তরা হলেন, র‌্যাবের এক সদস্য (৩৭), অপর সদস্য (৪১), জেলা পুলিশের এক সদস্য (২৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের এক নার্স, এক চিকিৎসক (৩২), বেতপট্টির এক পুরুষ (৪০), রামপুরা এক পুরুষ (৪৩), কামাল কাছনার এক পুরুষ (৩৮), তাজহাটের এক পুরুষ (৪০), শালবনের এক পুরুষ (৫৪), সিভিল সার্জন অফিসের এক পুরুষ (৩৬)।

টেক্সটাইল মোড়ের এক পুরুষ (৩৯), মুন্সিপাড়ার এক নারী (৪৪), ধাপ কটকিপাড়ার এক বৃদ্ধ (৬৭), গঙ্গাচড়ার এক পুরুষ (৪৫), কাউনিয়া থানা পুলিশের এক সদস্য, কাউনিয়ার এক পুরুষ (৩০), পীরগাছার এক নারী (৪০), গঙ্গাচড়ার এক পুরুষ (৩৬), অপর পুরুষ (৫০), এক চিকিৎসক (২৮), এক নারী (৪২) এক শিশু (৫) ও পীরগঞ্জ থানার এক পুলিশ সদস্য (৪১)।

এছাড়া কুড়িগ্রাম সদরের ৪ জন পুরুষ রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৫৪ বছর, ৫০ বছর, ৩২ বছর ও ৫৫ বছর। কুড়িগ্রাম রাজিবপুরের এক পুরুষ, চিলমারীর এক নারী (৩৯), গাইবান্ধা সদরের এক যুবক (২৫), এক বৃদ্ধ (৬২), এক নারী (৪৪), সাঘাটার এক বৃদ্ধ (৬৫), এক নারী (৫৫), লালমনিরহাট পাটগ্রামের এক নারী (৩১, এক শিশু (১১) ও হাতিবান্ধার এক পুরুষ (৫৭) করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজ। রংপুর সিভিল সার্জনর তথ্য মতে রংপুর জেলায় করোনায় আক্রন্তের সংখ্যা ১৩২৫ জন। সুস্থ্য হয়েছে ৮৯৫ জন ও জেলায় মারা গেছেন ২২জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here