ইবি প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে শ্রমজীবী শিশুদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব।

দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুদের মাঝে টি-শার্ট বিরতণ করে সংগঠনটির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে শিশুরা তাদের জীবনের গল্প শোনান। এসময় শিশুদের বিভিন্ন দূর্দশা, পারিবারিক অসচ্ছলরা, তাদের শ্রমজীবী হওয়ার কারণ তুলে ধরেন শিশুরা। মতবিনিময় শেষে শিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ আহসান নাঈম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব, কার্যনির্বাহী সদস্য আদিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম বলেন,‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও আমরা শিশুশ্রম কাটিয়ে উঠতে পারিনি। শ্রমজীবি শিশুদের এ ক্রমবর্ধমান সংখ্যা খুবই দুঃখজনক। আমাদের সাধ থাকলেও যথেষ্ট সাধ্য নেই। সমাজের বিত্তবানরা যদি একজন করেও শ্রমজীবী শিশুর দায়িত্ব নেয়। তাহলেও শিশুশ্রম কমানো সম্ভব।’

প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের আজ পড়াশোনার কথা। কিন্তু তাদেরকে আজ পরিবারের হাল ধরতে হচ্ছে। দিন দিন শ্রমজীবি শিশুদের সংখ্যা বেড়েই চলছে। সমাজের অবহেলিত এ শিশুদের আজকে প্রেস ক্লাবের এ আয়োজন সত্যিই অসাধারণ।’

প্রেসক্লাবের আয়োজনের সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘শ্রমজীবি শিশুদের নিয়ে প্রেসক্লাবের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আসলে, পুরো বাংলাদেশের চিত্রই একই। সরকারের পাশাপাশি আমরা সকলেই যদি এভাবে এগিয়ে আসি তাহলেই এ পরিস্থির উন্নতি ঘটবে।’ এর আগে সকাল ১১ টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here