সিলেটঃ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর বিভাগীয় মহাসমাবেশে রেজিস্ট্রি মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতারা বাড়ি বাড়ি জুয়ার আসর, ক্যাসিনো বসিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন।

তিনি বলেন, দেশ ধ্বংস করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্যথায় যে সংকট তৈরি হবে তার দায়িত্ব নিতে হবে সরকারকেই।

খালেদা জিয়ার মুক্তিতে বৃহত্তর আন্দোলনে যেতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়।

মঙ্গলবারের ওই সমাবেশে সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।

এ সময় মাঠে জায়গার সংকুলন না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা মাঠের পাশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।

সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হয়ে পড়ে। এ সময় সমাবেশ মঞ্চের একপাশে গিয়ে আসরের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে চেয়ারে বসে নামাজ আদায় করেন।

তার সেই নামাজ আদায়ের ছবি তুলে বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

মঙ্গলবার বিকাল থেকেই ফেসবুকে বিভিন্নজনের টাইমলাইনে সে ছবি দেখা গেছে।

সমাবেশের সভাপতিত্ব করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, খন্দকার আবদুল মোক্তাদির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডা. শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, জিকে গউছ, আবদুর রাজ্জাক, সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক আহ্বায়ক ডা. শাহারিয়ার হোসেন চৌধুরী, সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী, কৃষক দল সভাপতি আবুল কালাম আজাদ, হবিগঞ্জ বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, মৌলভীবাজার বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আবদুল কাহির চৌধুরী প্রমুখ।

সমাবেশে স্থানীয় নেতারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন কর্মসূচি ঘোষণার দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here