ফাইল ছবি

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই শিশুর নাম তাছফিয়া খাতুন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার মকন্দপুর গ্রামের নাজমুল সরদারের মেয়ে।

মৃত শিশুর নানা আব্দুল মান্নান বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে তিনদিন ধরে মেয়ে ও নাতনি আমাদের বাড়িতে এসেছে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে নাতনিকে গোসল করিয়ে সিঁড়ির পাশে বসিয়ে রেখে অন্য সবাই গোসল করতে নামে। পরে নাতনিকে সিঁড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। তাছফিয়াকে তার বাবার বাড়ির মকন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ জানান, অসাবধানতার কারণে পুকুরের পানিতে ডুবে তাছফিয়ার মতো শিশুকে অকালে চলে যেতে হলো। এর থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত। আর যেন এমন ঘটনা না ঘটে। শিশুদের বিষয়ে সকলের সচেতন হওয়া উচিত।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here