সবুজদেশ ডেস্কঃ

সিরিয়ার পূর্বাঞ্চলে তেলক্ষেত্রের শ্রমিকবাহী এক বাসকে লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা। শুক্রবারের (৩০ ডিসেম্বর) সেই হামলায়  ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও দুইজন।

আল-জাজিরা জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩০ ডিসেম্বর) সিরিয়ার দেইর এজ্জ জোর প্রদেশের আল তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিকদের বহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণ দিয়ে হামলাটি শুরু হয়। সন্ত্রাসীরা পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়।

তবে হামলায় জড়িতদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি সানা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here