ফাইল ফটো

ইউএনবিঃ

ভারতে পাচারের সময় বেনাপোলের পাঁচভুলোট সীমান্ত থেকে মঙ্গলবার দুপুরে ১৩টি স্বর্ণের বারসহ (দেড় কেজি) এক নারীকে আটক করেছে বিজিবি।

আটক পপি খাতুন (২৫) বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন  সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের পাঁচভুলোট সীমান্তে অভিযান চালায়। পরে সেখানে ১৩টি স্বর্ণের বারসহ পপি খাতুন নামে এক গৃহবধূকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য ১ কোটি টাকা বলে জানায় বিজিবি।

আটক পপি বিজিবির কাছে স্বীকার করেছেন যে তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো।

স্বর্ণের প্রকৃত মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি। এছাড়া পপি খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here