চট্টগ্রামঃ

ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিনের কাছে গভীর সাগরে মাছ ধরার ট্রলার ডুবে হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার বিকাল পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের তিন মাঝির মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জেলেকে। ৯ জেলে এখনও নিখোঁজ রয়েছে বলে জানাগেছে।

মঙ্গলবার সাগরের ওই এলাকায় বাণিজ্যিক জাহাজের ধাক্কায় মাছ ধারার ট্রলার ডুবে এই হতাহতের ঘটনা ঘটে।

জানাগেছে, বুধবার বিকেলে দুইজনের মরদেহ উদ্ধার করে বিএনএস অপরাজেয়। এর আগে মঙ্গলবার বিএনএস সমুদ্র জয় একজনের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাছ ধরার ট্রলারটিতে মোট ২৪ জন ছিলেন। মঙ্গলবার এফভি মীনসন্ধানী নামে ট্রলারটি ডুবে যাওয়ার পর থেকে নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here