শিরোনাম:
‘রাজশাহীর মাটি আওয়ামী লীগের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে’
সবুজদেশ ডেক্সঃ রাজশাহীর মাটি আওয়ামী লীগের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত ১৪ দলের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে দেশের একটি কুচক্রীদল উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। যারা দেশের স্বাধীনতাকে মানতে চায় না, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় এই দেশে তাদের বিচার হবেই। এই উন্নয়নের গণজোয়ার অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। শেখ হাসিনার সুদূর প্রসারী হাতকে শক্ত করতে হবে।
তিনি আরও বলেন, বুধবার যে রায় হবে সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসি দেখতে চায় এই রাজশাহীর অগণিত মানুষ।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
Tag :