যশোরঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় জামাল হোসেন নামে এক ইউপি সদস্য এর বাড়ি থেকে ভিজিএফের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রাম থেকে পুলিশ চালগুলো জব্দ করে। তিনি ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি সদস্য জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তিনি পলাতক রয়েছে।

ঝিকরগাছা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস চাল জব্দ সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য জামাল হোসেনের বাড়িতে সরকারি চাল আছে এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসময় তিনি বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here