ফেনীঃ

ফেনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির খালাতো বোন ফারজানা আক্তার ফাহিমাকে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভিকটিমের মা রুপিয়া আক্তার বাদী হয়ে রোববার রাতে ফুলগাজী থানায় মামলাটি করেন।

ফারজানা আক্তারের স্বামী নয়ন ছিদ্দিক, দেবর মনসুর আলম, শাশুড়ি ছেমনা খাতুন এবং ননদ আলেয়া বেগমকে মামলায় আসামি করা হয়েছে।

এদিকে মামলার পর গভীর রাতে ছাগলনাইয়া থানা পুলিশ ফারজানার ননদ আলেয়া বেগমকে গ্রেফতার করেছে।

উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের কালা মিয়া চৌধুরীবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানিয়েছেন।

প্রসঙ্গত অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারজানা আক্তারের দেবর তাকে হত্যাচেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার ফারজানা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর জেলার ফুলগাজীর জিএম হাট ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তাকে নির্যাতন করা হয়।

এর আগে তাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার ঠোঁটে চারটি সেলাই দেয়া হয়েছে। আঘাতে তার দাঁতের মাড়ি নড়বড়ে হয়ে গেছে।

ফারজানা আক্তারের বাবার বাড়ি ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে। তিনি দুর্গাপুর সিংহনগর গ্রামের কালা মিয়া চৌধুরীবাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here