ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ৯ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা।

বৃহস্পতিবার বিকেলে বিয়েবাড়ি উপস্থিত হয়ে এ জরিমানা করে তিনি নির্দেশ দেন মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতেই অবস্থান করবে।

এসময় উপস্থিত ছিলেন বারোবাজার ইউনিয়নের চেয়ারমান আবুল কালাম আজাদ।

ইউএনও সুবর্ণা রানী সাহা জানান, ৪ আগস্ট বারোবাজার গ্রামের ফারুক হোসেনের মেয়ে বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে একই এলাকার আমির আলীর ছেলে মো. সবুজের সাথে বিয়ে দেয়া হয় গোপনে। বৃহস্পতিবার বিকেলে কিশোরীকে বরের হাতে তুলে দেয়া হবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। এ সময় ছেলে মো. সবুজ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ের বাবা ফারুক হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, মেয়ের বাবা মুচলেকা দেন ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবেন না।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here