সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ২৬ বস্তা চাউলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চাউলের ডিলার মজিবর সানাকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক ডিলার মজিবর সানা (৫০) বড়দল গ্রামের সাজউদ্দীনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মোল্লা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবার সানা বড়দল ইউনিয়নের চাউলের ডিলার হিসেবে দায়িত্বপালন করেন। খাদ্য বান্ধব কর্মসূচীর চাউল ১০ টাকায় গরীবদের মাঝে বিক্রি না করে ব্যবসায়ী শাহজাহানের নিকট বিক্রি করে দেন। পরবর্তীতে পুলিশ শাহজাহানের দোকানের পেছনে লুকিয়ে রাখা ২৬ বস্তা চাউল উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর (১০ টাকা মূল্যের সরকারি চাউল) চাউল বিতরণ না করে বড়দল ইউনিয়নের চাউলের ডিলার মজিবর সানা ব্যবসায়ী শাহাজাহানের ঘরে গুদামজাত করে রেখেছিলেন। গোপনে ঘটনাটি জানতে পেরে হাতেনাতে ২৬ বস্তা চাউলসহ মজিবরকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী শাহাজাহানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে না থেকে যারা দূর্ণীতি-অনিয়মে লিপ্ত হচ্ছেন এমন ঘটনা সামনে আসলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here