যশোরঃ

যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের শাবলের আঘাতে আবদুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। (২১ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বারান্দি মোল্লাপাড়া আমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড়ের হাবিবুর রহমানের ছেলে। তিনি ফেরি করে কসমেটিস সামগ্রী বিক্রি করতেন।

নিহতের ভায়রা জাকির হোসেন জানান, শহরের বারান্দি মোল্লাপাড়া টাওয়ার মোড় এলাকায় আবদুর রহমানের জমির পাশে আবদুল কুদ্দুস ওরফে মেঠে কুদ্দুসের জমি আছে। কুদ্দুস জোরপূর্বক আবদুর রহমানের জমি দখলের চেষ্টা করছিল। এই নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে আবদুর রহমান বাইসাইকেলে শহরের বড়বাজারে উদ্দেশ্যে বের হন। তার বাড়ির সামনে গতিরোধ করে আবদুর রহমানের মাথায় শাবল দিয়ে আঘাত করেন কুদ্দুস ও তার সহযোগীরা। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপালে আনার আগেই মৃত্যু হয়।

কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পারছি। এই ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here