ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার দইঝুড়ি গ্রামে তিন সন্তানের জননীকে শারিরীকভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিধবা নারী দিলরুবা খাতুন ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ বছর পূর্বে আমার স্বামী হায়দার আলীর সাথে বিয়ে হয়। আমাদের তিনটি সন্তান আছে। প্রায় ৪ মাস পূর্বে আমার স্বামী অসুস্থ হয়ে মারা যান। এরপর আমার দেবর ইকবাল দেড় মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক আমাকে বিয়ে করে। এর কিছুদিন পরে আমাকে ও আমার সন্তানকে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। আমাদেরকে আমার স্বামীর বাড়ি থেকে বের করতে চায়।

তিনি আলো উল্লেখ করেন, এছাড়া আমার ভাশুর আশিক আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। আমি রাজী না হওয়ায় ভাশুরসহ ভাড়া করা সন্ত্রাসী দিয়ে উত্তপ্ত করছে। এ কারণে ২৮ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে দেবর ও ভাশুর মিলে আমার ও আমার সন্তানদের এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি তখন পালাইয়া জীবন রক্ষা করি। এরপর আমি ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসা নিই।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তকন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।  

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here