ঝিনাইদহঃ

ঝিনাইদহে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গ্রামে ও শহরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ। ঝিনাইদহ সদর হাসপাতালে গত ৭২ ঘন্টায় ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই নিয়ে ঝিনাইদহে মোট ডেঙ্গু রুগীর সংখ্যা দাড়ালো ৩৫ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান অফিসার আব্দুল কাদের খবরের সত্যতা নিশ্চত করে বৃহস্পতিবার জানান, গতি ৭২ ঘন্টায় সদর হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রুগী ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, জেলায় ডেঙ্গু পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আতংকিত হওয়ার কিছুই নেই। এটা একটা স্বাভাবিক রোগ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতালেই চিকিৎসা ও ফ্রি রক্ত পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু সনাক্ত হওয়ার পর আমরা ১৫জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here