সবুজদেশ ডেস্কঃ

দলকে বাঁচাতে খেলোয়াড়রা অনেক সময় হয়ে ওঠেন ‘সুপারহিউম্যান’। নিজের জীবনটাও বাজি রাখতে কার্পন্য করেন না তারা। মাঠে এমন কিছু অনেক সময় দেখা যায়, যেগুলো আসলে খালি চোখে দেখলে বিশ্বাস করাই দায়।

যেমন দেখা গেল মিসরের প্রিমিয়ার লিগ ফুটবলে। অবিশ্বাস্য এক ‘ডাবল সেভ’-এ ফুটবল বিশ্বে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন মিসরিয়ান গোলরক্ষক মাহমুদ গাড। মাত্র ৭ সেকেন্ডের মধ্যে দুইবার সেভ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

ফুটবল মাঠে গোলরক্ষকদের পেনাল্টি সেভ করতে দেখা যায় হরহামেশাই। অনেক সময় নিশ্চিত গোল থেকেও তারা বাঁচিয়ে দেন দলকে। তবে মিসরের মাহমুুদ যেভাবে গোল বাঁচালেন, তাতে একে অনেকেই ‘ইতিহাসের সেরা সেভ’ হিসেবে উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মিশর প্রিমিয়ার লিগে ম্যাচ চলছিল ইএনপিপিআই এসসি ও পিরামিডস-এর মধ্যে। তখন ম্যাচের ২৯ মিনিটের খেলা চলছে। পিরামিডস ১-০ গোলে এগিয়ে রয়েছে। ইএনপিপিআই এসসি-র গোলপোস্ট সামলাচ্ছেন মাহমুদ গাড।

তখনই একটি গোলের প্রচেষ্টা মাঝ মাঠে উঠে গিয়ে লাফিয়ে হেড করেন মাহমুদ। বল ক্লিয়ার করতে চাইলেও সেটি উল্টো বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে পৌঁছে যায়। মাহমুদ তখনই বুঝে যান, শট নিলে নিশ্চিত গোল খেতে হবে দলকে।

হেড দিয়েই ফের উঠে দৌড় দেন নিজের গোলপোস্টের দিকে। সেই সময়টায় প্রতিপক্ষ দল কেবল উদযাপনের অপেক্ষায়, বলটা পোস্টের ভেতর ঢুকেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাখির মতো উড়ে গিয়ে সেটি হাত দিয়ে ক্লিয়ার করে দেন মাহমুদ।

যে সেভ দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। ভিডিওটি দেখে অবিশ্বাস্য ঠেকেছে অন্য ফুটবল ভক্তদের কাছেও।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here