যশোরঃ

ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরে মোহাম্মদ শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করে যশোর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া থানা শ্রমিক লীগেরও সভাপতি।

এছাড়া তিনি কক্সবাজারের আলোচিত-সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচাতো ভাই টেকনাফের লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, শাহজাহান মিয়ার নামে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, ‘অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি শাহজাহান মিয়া বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়। পরে বেনাপোল পোর্ট থানায় তাকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের বলেন, ‘শাহজাহান মিয়ার পাসপোর্ট ব্লক ছিল। এজন্য ইমিগ্রেশন তাকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘শাহজাহানের নামে দায়ের মামলাগুলোর বিস্তারিত জানতে হলে টেকনাফে যোগাযোগ করতে হবে। তবে তিনি কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচাতো ভাইয়ের ছেলে বলে আমাদের জানিয়েছেন। সব তথ্য আমরা যাচাই করে দেখছি।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here