টাঙ্গাইলঃ

টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের কাছে সাতটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাওয়া গেছে। এর দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরিমানা করেন। এসময় ইউপি সদস্যর কাছ থেকে ৭টি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সবাই মৃত্যুবরণ করেছেন।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টা করছিল। এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি। এ কার্ডগুলোর মালিক সবাই মারা গেছেন।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে ছানোয়ার নামে-বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল। এদিন এক লাখ টাকা জরিমানা করেছি তাকে। একইসঙ্গে তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here