ঝিনাইদহঃ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করার অপরাধে ৩ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আবু নওশাদ এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, যশোর ঘোপ নওয়াপাড়া রোডের অলোক দাসের ছেলে পল্লব দাস, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মাসুদ আলীর ছেলে রেজাউল ইসলাম, একই উপজেলার বিরামপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আলম হোসেন খান।

পেশকার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ওতাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া এবং দালালী করার কারণে পল্লব দাস, রেজাউল ইসলাম ও আলম হোসেন খানকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

এর মধ্যে পল্লব দাস ছাত্র হওয়ায় এবং আলম হোসেন খান জীবনে আর যশোর জেনারেল হাসপাতালে আসবে না বলে মুচলেখায় মুক্তি দেয়া হয়। আর রেজাউল ইসলামকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here