সবুজদেশ ডেস্কঃ

ভারতের বিহার রাজ্যের মাধি গ্রামে বর্তমানে মুসলিম না থাকলেও রয়েছে ২০০ বছরের পুরোনো একটি মসজিদ। আর মসজিদটির দেখাশোনা করছে গ্রামের হিন্দুরা। এমনকি সেখানে নিয়ম করে আজানও দিচ্ছে তারা।

বার্তা সংস্থা এএনআইয়ের এক টুইটে বলা হয়, মুসলিম না থাকায় ওই মসজিদটির দেখভাল করে হিন্দুরা। পেনড্রাইভের সাহায্যে সেখানে নিয়ম করে আজান দেওয়া হয়। এছাড়া বিয়ের পর নবদম্পতিরাও আশির্বাদ নিতে মসজিদে যান।

হানস কুমার নামের স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, ‘আমরা (হিন্দু) আজান কীভাবে দিতে হয় জানি না। কিন্তু প্রতিদিন একটি পেনড্রাইভ থেকে তা (রেকর্ড করা আজান) শোনানো হয়।’

মসজিদের তত্ত্বাবধায়ক গৌতম বলেন, মুসলিমরা চলে যাওয়ায় মসজিদটি দেখাশোনা করার মতো কেউ ছিলো না। তাই হিন্দুরা এগিয়ে আসে। মসজিদটি কখন বা কে তৈরি করেছেন তা তারা জানেন না। তবে শুভ কোনো কিছুর আগে হিন্দুরা সেখানে আসেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here