খুলনাঃ

খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

ভোলায় পুলিশ ও জনতার সংঘর্ষকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে খুলনা শহরের দোলখোলা লেনের বাসা থেকে তাকে ডেকে থানায় আনা হয়।

খুলনা মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল এসব তথ্য জানান।

ওসি জানান, সদর থানার এসআই মো. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন। ফেসবুকে ভোলার ঘটনা নিয়ে পুলিশ কর্মকর্তাদের ছবি যুক্ত করে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে। তাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, সাংবাদিক মুনির উদ্দিনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here